ভূমিকা
ইয়াকভ পেরেলমানের বইগুলাে জনপ্রিয় বিজ্ঞান ও গণিত প্রকাশনায় পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয়। কিন্তু বাংলা ভাষায় সেই বিশ্ল রচনাসন্তারের খুব
সামান্যই পাঠকের কাছে পৌছেছে। বাংলাদেশের বর্তমান গণিত আন্দোলনের প্রেক্ষাপটে গণিত সাহিত্যের চোখ-ধাঁধানাে বিশ্বসম্ভারের সাথে
গণিতপিপাসুদের সাক্ষাতের সুব্যবস্থা করে দেওয়া আজ সময়ের দাবি। এই বইটি বাংলা ভাষায় পাঠকের হাতে তুলে দিতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। বইটির রচনাশৈলী সম্পর্কে কোনাে মন্তব্য করতে যাওয়াই উচিত হবে না, কারণ এর অসাধারণতু কেবল বইটি পড়েই অনুধাবন করা সম্ভব এবং ভাষায় প্রকাশ করা নিতান্তই অসম্ভব। ইয়াকভ পেরেলমানের বই পড়ার অভিজ্ঞতা যাদের হয়েছে তাঁরা আশাকরি আমার সাথে একমত হবেন।
বইটি সম্পাদনা করার সময় চেষ্টা করা হয়েছে যাতে করে এর মূল সাহিত্যরস যথাসম্ভব অক্ষুণ্ন থাকে। জানি না এক্ষেত্রে আমার সফলতা- ব্যর্থতার অনুপাত কত! সে বিচারের ভার পাঠকের হাতে। পাঠক যদি বইটি পড়ে চিন্তাজগতের সামান্যতম ঐশ্বর্যের সন্ধানও পান তাহলে সেটাই আমার সর্বোচ্চ সন্তুষ্টির জন্য যথেষ্ট হবে। প্রকাশক মিলন নাথের অকুষ্ঠ সহযােগিতা ছাড়া এই বই প্রকাশ করা অসম্ভব ছিল। এছাড়াও বইটি প্রকাশের সর্বস্তরে
সম্পৃক্ত সকলের প্রতি মার্জেন-প্রাইম-সমান কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সবার জীবন হােক পাইয়ের মতাে সুন্দর, সব বাধা-বিপত্তি অতিক্রম করে জীবন-চলার-পথ হােক কোয়াড্রেটিক ইকুয়েশনের মতাে সহজ এবং
স্বাভাবিক সংখ্যার মতাে সাবলীল।
সম্পাদক
Download link